জন্মদিনে ভক্তদের চমক দিলেন হৃতিক রোশন

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: আজ ১০ জানুয়ারি বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশন ৪৮ বছর বয়সে পদার্পণ করলেন। এর আগে জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে আসবেন বলে জানিয়েছিলেন বলিউডের গ্রিক দেবতা। কিন্তু কি চমক সেটি জানাননি।

জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য ‘বিক্রম ভেধা’ ছবির প্রথম লুকের ছবি শেয়ার করেছেন অভিনেতা।

সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে লুকটি প্রকাশ করেন হৃতিক নিজেই। ছবিতে তাকে অ্যাকশন লুকে পাওয়া যায়। কালো রংয়ের কুর্তা, গালভরা দাড়ি, চোখে অ্যাভিয়েটর সানগ্লাসে ধরা দিয়েছেন অভিনেতা। গায়ে আছে রক্তের দাগ। বুঝিয়ে দিলেন ভিক্রম ভেদা অ্যাকশন সিকোয়েন্সের সিনেমা।অভিনেতার শেয়ারের পরেই ছবিটি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

হৃতিক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান এবং রাধিকা আপ্তে। সিনেমাটি এ বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ