মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে তীব্র আলোচনা চলছে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার ফেসবুক পেজে এই ঘটনার বিরুদ্ধে হ্যাশট্যাগ দিয়ে বিচার দাবি করেছেন। তার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং বড় একটি অংশের মধ্যে বিতরণ হয়। শাকিব খান বলেন, “অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।”
এছাড়া, বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি প্রশ্ন করেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’ তিনি ধর্ষকের জামিন দেওয়ার বিষয়েও শাস্তির দাবি জানান।
এদিকে, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্ট নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে দ্রুত বিচার করার নির্দেশনা দিয়েছে।
হাইকোর্টের আদেশের পর ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসি ও পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।