ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিদ আফ্রিদি তন্ময় নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকালে সরোজগঞ্জ এ দুর্ঘটনা ঘটে।
শাহিদ আফ্রিদি তন্ময় ঝিনাইদহ জেলার মধুহাটি ইউনিয়ানের চন্দ্রওয়ালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স হিসববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
জানা যায়, শাহিদ আফ্রিদি তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়ায় বোনের বাড়ি থেকে পড়াশুনা করেন। সোমবার সকালে বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ নবীনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

