আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একদিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে, যা গত ১০ মাসের মধ্য সর্বোচ্চ। এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে ৪ হাজারের বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট এক লাখ ৭৯ হাজার ৭২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্য ২৭টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছেন চার হার ৩৩ জন।
এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৫৭ লাখ ১০ হাজারে। রোববার আরও ১৪৬ জনের মৃত্যুতে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা চার লাখ ৮৩ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে।

