চৌগাছায় পাচারের সময় চার যুবতী উদ্ধার, এক নারীসহ তিন মানবপাচারকারী গ্রেপ্তার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছায় পাচারের সময় একটি বাড়িতে নিয়ে রাখা চার যুবতীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)-৬এর সিপিসি-৩ যশোর শহরের টহল দলের সদস্যরা। উদ্ধারদের দুজন ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, একজন ধামরাই ও একজন শরিয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। শনিবার (৮ডিসেম্বর) দুপুরে তাঁদের উদ্ধার করে র‌্যাব। এসময় পাচারকারী চক্রের তিন সদস্য আকবর আলী (৫০), তাঁর স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ও ছেলে বাবুল হোসেনকে (২৬) আটক করা হয়। তাঁরা শহরের পাঁচনমনা গ্রামের বাসিন্দা।

চৌগাছা থানায় লিখিত অভিযোগে পাচারের জন্য অবদ্ধ করে রাখা এক যুবতী বলেন, আমরা সকল ভিকটিম অত্যন্ত গরীব ও অসহায়। বিভিন্ন কাজ করে অনেক কষ্টে জীবন যাপন করি। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে দুব্যক্তির সাথে আমাদের পরিচয় ও যোগাযোগ হয়। তাঁরা আমাদের ভারতে ভালো কাজ দেবে বলে প্রলুব্ধ করে। আমরা তাঁদের কথায় রাজি হলে ৭ ডিসেম্বর রাতে একজন আসামী আশুলিয়া-নবিনগর থেকে আমাদের বাসে উঠিয়ে দেয়। ৮ ডিসেম্বর ভোর ৫টায় যশোর পালবাড়ি পৌছে একটি হোটেলে অপেক্ষা করি। সেখান থেকে বাবুল হোসেনের সাথে যোগাযোগ হলে তাঁদের পরামর্শে ইজিবাইকে করে চৌগাছা পৌছালে বাবুল আমাদের তাঁর বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চুপচাপ থাকতে বলে।

আমরা অন্যদের সাথে ফোনে যোগাযোগ করলে তাঁরা ভয়ভীতি দেখিয়ে আন্দুলিয়া সীমান্ত দিয়ে আমাদের ভারতে পাঠাবে বললে আমরা ভয়পেয়ে আমাদের পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করি। পরে র‌্যাবের টহল দল সংবাদ পেয়ে শনিবার ২টা ৪০ মিনিটে বাবুলের বাড়ি থেকে আমাদের উদ্ধার করে এবং তিন আসামিকে আটক করে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, পাচারের জন্য এক বাড়িতে আটকে রাখা চার যুবতীকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার তিনজনসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামী ও উদ্ধারদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আসামীদের কারাগারে পাঠানো হবে এবং উদ্ধারদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ