প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কুড়ালের আঘাতে বড় ভাই শেখ ইমাদুল হক (৫২) মারাত্মক জখম হয়েছেন। রোববার সকালে শার্শা উপজেলার রায়পুকুর গ্রামের আহতের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই গ্রামের মৃত শেখ ফজলে করিমের ছেলে। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
ইমাদুলের বোন নাসিমা বেগম জানান, তার ভাই ইমাদুলের সাথে ছোট ভাই খোকনের জমি নিয়ে বিরোধ আছে। রবিবার সকালে ইমাদুল বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কুড়াল নিয়ে এসে খোকন তার মাথায় পরপর দুইটা কোপ মারে পালিয়ে যান। বিষয়টি পরিবারের লোকজন জনতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছে চিকিৎসক।
জাগোবাংলাদেশ/এমআই

