নিজস্ব প্রতিবেদক: শীতের সকালের কুয়াশাকে উপেক্ষা করে নিজের দলকে সমার্থন দিতে ভেঁপু বাজিয়ে মাঠে হাজির হয় যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল ফাইভ স্টার ক্লাবের সমর্থকরা। খেলোয়াড়দের উৎসাহ দেয়ার সাথে সাধারণ মানুষকেও মাঠ মুখি করতে তাদের এই উদ্যোগ। শীতের সকালে সমার্থন দিতে আসা সমর্থকদের নিরাশ করেনি ফাইভ স্টার ক্লাবের খেলোয়াড়েরা। ফাইভ স্টার ক্লাব ৯ উইকেটের বড় ব্যবধানে স্ক্যাইল্যাব ক্লাবকে পরাজিত করে।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্ক্যাইল্যাব ক্লাব। স্ক্যাইল্যাব ক্লাব সুবিধা করে উঠতে পারেনি ফাইভ স্টার ক্লাবে বোলিং দাপটে। ইয়াছিন, মাহফুজুর রহমান ও রায়হানের বোলিং তোপে ২৬ ওভার ১ বলে ৫৮ রানে কুপাকাত স্ক্যাইল্যাব ক্লাব। স্ক্যাইর্যাব ক্লাবের আল ইমরান ২টি চারে ১৯ রান ও আয়াজ হোসেন ১৪ রান করেন। এছাড়া কেউ দুই অঙ্কের কোটা পেরতে পারেনি।
ফাইভ স্টার ক্লাবের বল হাতে ইয়াছিন ৮ ওভারে ৪টি, মাহফুজুর রহমান ১০ ওভারে ৩টি ও রায়হান ৬ ওভারে ৩টি উইকেট নেন।
জবাবে ৯ উইকেট হাতে থাকতে ১৭ ওভার ৩ বলে ৬০ রানে জয়ের লক্ষে পৌঁছে যায় ফাইভ স্টার ক্লাব। তাদের মেহেদী হাসান ৩টি চার ও ১টি ছয়ে ২৭ রান, তামিম আক্তার ২টি চার ও ১টি ছয়ে ২৫ রান করেন।
স্ক্যাইল্যাব ক্লাবের নির্জন ১টি উইকেট নেন।
জাগোবাংলাদেশ/এমআই

