প্রতিনিধি: পাইকগাছায় ‘যৌতুকলোভী’ স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের প্রহল্লাদ বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২৪) এর সাথে মৃত বিষ্ণুপদ দাসের মেয়ে পম্পা রানী দাসের (২০) গত ২ বছর আগে হিন্দু ধর্মীয় বিধান মতে বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে আকাশ ও তার পরিবারের লোকজন শারীরিক এবং মানসিকভাবে পম্পা রানীকে নির্যাতন করে আসছিল।
সর্বশেষ গত ২৩ ডিসেম্বর সন্ধ্যার পর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করলে পম্পা অস্বীকার করলে আকাশ ও তার পরিবারের লোকজন তাকে বেদম মারপিট ও জোরপূর্বক বিষাক্ত ওষুধ সেবন করায়। পরে অসুস্থ অবস্থায় পম্পাকে পরেরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৭ ডিসেম্বর পরীক্ষা-নিরীক্ষার পর পম্পা জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় পম্পা বাদী হয়ে আকাশ, পিতা প্রহল্লাদ বিশ্বাস, মাতা ভগবতী বিশ্বাসসহ ৫ জনকে আসামি করে মামলা করে।
জাগোবাংলাদেশ/এমআই

