প্রতিনিধি: খুলনার ফুলতলার বিল ডাকাতিয়াস্থ মৎস্য ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ লুট করে নিয়ে যাচ্ছে। ফলে সর্বস্বান্ত হচ্ছে মৎস্য চাষিরা। একই রাতে তিন মৎস্য চাষির ঘেরে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছে লুটে নিয়েছে লুটেরা।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি জানান, বুধবার দিবাগত রাতে ধোপাখোলা গ্রামের তকব্বার ফকিরের পুত্র মাহাবুর ফকিরের বিল ডাকাতিয়াস্থ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা অন্ততঃ দুই লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। একই গ্রামের রায়হান ফকিরের পুত্র কালাম ফকিরের ঘের থেকে এক লাখ টাকা এবং তহমান মোল্যার পুত্র হাফিজুর রহমান মোল্যার ঘেরে বিষ প্রয়োগ করে এক লাখ টাকা মাছ ধরে নিয়ে যায়। অনুরূপভাবে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধোপাখোলা গ্রামের জাসেম আল জাবেদ বিশ^াসের বিলদার-বিলস্থ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকা মাছ লুটে নেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে থানায় অভিযোগ করলে এসআই সাইফুল মৎস্য ঘের পরিদর্শন করেন। এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্য চাষিরা ব্যাংক, এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। কিন্তু বেশ কিছুদিন ধরে দুর্বৃত্ত চক্র চিংড়ি ডিপোর সাথে যোগসাজশে মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে চিংড়ি ও সাদা মাছ লুট করে নিয়ে যাচ্ছে। এভাবে কৌশলে মাছ লুটে নিয়ে যাওয়ায় এলাকার মৎস্য চাষিরা সর্বস্বান্ত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার রায় বলেন, চোরেরা বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে যায় । এতে ঘেরের বাকি মাছও মরে নষ্ট হয়ে যায়। ফৌজদারী অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আবশ্যক।
জাগোবাংলাদেশ/এমআই

