যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেলো দুই যুবকের

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলস্তানে যাত্রীবাহী একটি বাস উল্টে দুই যুবক প্রাণ হারিয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে গুলস্তানের মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

নিহত দুজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ২২ বছর, অপরজনের আনুমানিক ৩০ বছর।

ফায়ার সার্ভিস বলেছে, বাসটি মেঘলা পরিবহনের ছিলো।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, উদ্ধারকর্মীরা গিয়ে দুজনের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ