নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান (৭৮) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে তার আরবপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না.. রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা উপশহর ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কারবালায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।
এদিকে দিকে মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, উপদফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা আওয়ামী লীগ নেতা উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, বিএনপির নেতা মিজানুর রহমান খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহাবুব আলম বাচ্চু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমদু বিপুল, উপশহরের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন, শহর স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
এদিকে একই সময় উপশহর ঈদগাহ মাঠে যশোর টাইপ রাইটার সার্ভিসের সত্ত্বাধিকারী, জেলা স্কুলের ৮১ ব্যাচের প্রাক্তন মেধাবী ছাত্র কাজী আসাদুর রহমান বাবুর (৫৮) জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জাগোবাংলাদেশ/পি

