নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা থেকে অস্ত্র-গুলি, ফেনসিডিল ও নগদ টাকাসহ মাসুম বিল্লাহ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
গত ৬ জানুয়ারি শার্শা উপজেলার ইছাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় আটক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্বে শার্শা উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাসুম বিল্লাহকে একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড এ্যামোনিশন, ১৯ বোতল ফেনসিডিল এবং ৩ হাজার ৪৬০ টাকাসহ আটক করা হয়।
জাগোবাংলাদেশ/পি

