প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের নাজিম উদ্দিনকে অপহরণের অভিযোগে স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অপহৃত নাজিম উদ্দিনের মা শাহানারা বেগম বাদী হয়ে দুই ভাই-বোনের বিরুদ্ধে এই মামলা করেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আসামিরা হলো, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া-হোসেনপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে সাহেব আলী ও মেয়ে রোজিনা খাতুন।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী নাজিম উদ্দিন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে আসামি রোজিনার সাথে তার পরিচয় ও প্রেম হয়। ২০১৮ সালের ১৬ জানুয়ারি নাজিম তাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর রোজিনা স্বামীর অবাধ্য হয়ে বিভিন্ন লোকের সাথে চলাফেরা শুরু করেন। নাজিম এতে বাধা দিলে তাকে খুন জখমের হুমকি দিতেন।
একপর্যায়ে গত বছরের ১৪ মার্চ নাজিম উদ্দিন ঢাকা থেকে পালিয়ে গ্রামে চলে আসেন। এরপর আসামিরা তাকে মোবাইল ফোনে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। গত ৫ নভেম্বর আসামিরা একটি প্রাইভেটকারে বোদখানা গ্রামে এসে মেয়ের অসুস্থতার কথা বলে নাজিম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর থেকে নাজিমের মোবাইল ফোন বন্ধ পায় পরিবার। আসামিদের কাছে নাজিমের সংবাদ জানতে চাইলে তারা কোন কথা বলছে না। আসামিরা পরিকল্পিতভাবে নাজিমকে অপহরণ করে হত্যা করে গুম করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ গ্রহণ না করায় তিনি আদালতে এই মামলা করেছেন।
জাগোবাংলাদেশ/পি

