অ্যাশেজ সিরিজে ‘২৮’ মাস পর দলে ফিরেই খাজার সেঞ্চুরি

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের আগস্টে। অস্ট্রেলিয়ার হয়ে সেটিই ছিল উসমান খাজার শেষ ম্যাচ। ২৮ মাস পর দলে ফিরে প্রত্যাশার চাপ তো ছিলই। সেই চাপ জয় করে সিডনি টেস্টে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন খাজা।

ট্রাভিস হেড করোনার কারণে ছিটকে পড়ায় কপাল খুলেছিল খাজার। ৩ উইকেটে ১২৬ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়ার হয়ে ৪ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনও শুরু করেন দারুণভাবে।

স্টিভ স্মিথকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ১১৫ রানের পার্টনারশিপ। ১৪১ বলে ৬৭ রান করে স্মিথ বিদায় নিলেও খেই হারাননি খাজা। ইংলিশ বোলারদের দেখেশুনে সামলে তুলে নেন টেস্টের নবম ও আন্তর্জাতিক ক্যারিয়ারের একাদশ শতক।

এই প্রতিবেদন লেখার সময় ২০২ বলের মোকাবেলায় ১০২ রান করে অপরাজিত আছেন খাজা। স্মিথের পর অস্ট্রেলিয়া অবশ্য ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিকেও হারিয়েছে। তবে প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে খাজা দলকে নিয়ে যাচ্ছেন লড়াকু সংগ্রহের দিকে।

১১১.১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার পুঁজি ৩২৫ রান। ৩৫ বলে ১৯ রান করে খাজার সাথে লড়ছেন কামিন্স। ইংল্যান্ডের পক্ষে ৩টি উইকেট শিকার করেছেন স্টুয়ার্ট ব্রড।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ