তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার, ২৪ মার্চ ২০২৫, বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে নেমে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে তৎক্ষণাৎ বিকেএসপির পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং বিসিবির মেডিকেল বিভাগের পক্ষ থেকে আরও বিস্তারিত জানানো হবে।