শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে ট্রাক নদীতে: চালক ও হেল্পারের মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাল বোঝাই একটি ট্রাক সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেল্পার দুজনেই প্রাণ হারিয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোরে ট্রাকের হেল্পার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

যশোর থেকে ডাল বোঝাই ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। স্থানীয়দের মতে, বড়দাহ পুরাতন সেতুর এই অংশটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকার ও ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান:
> “দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থেকেই আমাদের টিম ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।”
>
এই দুর্ঘটনার ফলে সেতুর রেলিং ও সড়ক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন পরবর্তী দুর্ঘটনা এড়াতে ওই অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে জরাজীর্ণ সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

আরো পড়ুন

সর্বশেষ