মাহমুদুল হাসান জয়ের হাতে সেলাই টাইগার শিবিরে দুশ্চিন্তা

আরো পড়ুন

ক্রীড়া ডেস্ক: প্রথম ইনিংসে কী দারুণ ব্যাটিংই না করেছিলেন তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। কিন্তু হাতের ইনজুরিতে আর এই সফরে ব্যাট হাতেই নামা হবে না তার।

বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের ডান হাতে তিনটি সেলাই লেগেছে। যে কারণে অন্তত ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

যার মানে দাঁড়ায় আগামী ৯ জানুয়ারি (রোববার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হবে না ২১ বছর বয়সী এ ওপেনারের। সঙ্গত কারণে বুধবার ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসেও জয়কে পাবে না বাংলাদেশ।

বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় জয়ের চোটের ব্যাপারে আজ (মঙ্গলবার) চতুর্থ দিনের খেলা শেষে দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন এ তথ্য। আজকের খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলনের সময় মূলত চোট পেয়েছিলেন জয়। সেটিই তাকে ছিটকে দিলো ম্যাচ থেকে

তিনি বলেছেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ডানহাতের ইনজুরিতে পড়েছে। হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে তিনটি সেলাই লেগেছে। এখানের ডাক্তার সেলাই করে দিয়েছেন। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এছাড়া প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ