ঝিকরগাছায় সড়কে ঝরলো যুবকের প্রাণ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছায় থার্টিফার্স্ট নাইটে সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিকরগাছার লাউজানি মল্লিকপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী অয়ন (২১) পুরাতন কসবা ঢাকা রোড এলাকার রমজান আলীর ছেলে।

আহতরা হলেন, আরিবপুর এলাকার আশরাফুজ্জামান লাবলুর ছেলে আরিফুজ্জামান (২১) এবং ভ্যানচালক মল্লিকপুর এলাকার আমজেদের ছেলে মিলন শেখ (৪০)।

প্রত্যক্ষদর্শী ও অয়নের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল চালক অয়ন ও তার বন্ধু আরিফুজ্জামান বেনাপোল থেকে ঘোরাঘুরি করে ফিরছিলো। এমন সময় লাউজানি মল্লিকপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের বেপরোয়া গতীর কারণে সামনে থাকা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানচালক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আরিফুজ্জামান ও ভ্যানচালক মিলন হাসপাতালে চিকিৎসাধীন। এবং অয়নকে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাগোবাংলাদেশ/এসএ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ