ক্রীড়া ডেস্ক: শরিফুল ইসলামের হাত ধরে ব্রেকথ্রু পেলো বাংলাদেশ। ভয়ংকর হয়ে ওঠার আগেই নিউজিল্যান্ডের অভিজ্ঞতম ব্যাটার রস টেলরকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন শরিফুল। দলীয় দুইশ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শরিফুলের করা ইনিংসের ৬৭তম ওভারের চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন টেলর। কিন্তু ধরা পড়ে যান শর্ট কভারে দাঁড়ানো সাদমান ইসলামের হাতে। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে টেলর করতে পেরেছেন ৩১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৪৯ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ১২২ রানে আউট তিন নম্বরে নামা বাঁহাতি ডেভন কনওয়ে।
মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। সাত ব্যাটারের সঙ্গে তিন পেসার ও একমাত্র স্পিনার নিয়ে সাজানো হয়েছে সফরকারীদের একাদশ।
আগে বোলিং করতে নেমে শুরুর স্পেলে আগুন ঝরান তাসকিন ও শরিফুল। ইনিংসের প্রথম ৮ ওভারের মধ্যে ছয়টিই ছিল মেইডেন, রান হয় মাত্র দুইটি। কিউই অধিনায়ক টম লাথামকে সাজঘরে ফেরাতে বেশি সময় নেননি শরিফুল। নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারেই তিনি ফেরান লাথামকে।
এই উইকেটে অবশ্য বড় কৃতিত্ব ছিল উইকেটরক্ষক লিটন দাসের। শরিফুলের ফুল লেন্থের ডেলিভারি ফ্লিক করেছিলেন লাথাম। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লাগে বল, পরে প্যাডে লেগে চলে যায় উইকেটের পেছনে। নিজের বাম দিকে ঝাঁপিয়ে দারুণ ক্ষিপ্রতায় সেটি লুফে নেন লিটন।
জাগোবাংলাদেশ/অইএম

