ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের (বিএসআরআই) পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
ড. সমজিৎ কুমার পালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ড. সমজিৎ কুমার পাল চাকুরিকালে অত্যন্ত সক্রিয়ভাবে ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। করোনাকালেও কৃষির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন।
মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তা কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বলেন, দক্ষ ও চৌকস কর্মকর্তা ড. সমজিৎ কুমার পাল মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
কৃষি সচিব প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে ড. সমজিৎ স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পাবনার শালঘরিয়ায়।
জাগোবাংলাদেশ/এসএ

