বেনাপোল প্রতিনিধি ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত একটি টি ৫৫ ট্যাংক ও একটি ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার (বর্তমানে অকেজো) স্মৃতি স্বরুপ বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত সরকার। এমন উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব সর্ম্পককে আরো জোরদার করবে বলে মনে করছেন সংশিষ্টরা।
মঙ্গলবার বেলা ১২ টায় ভারতের পেট্রাপোল বন্দরে আনুষ্ঠানিক ভাবে উপহার দুটি বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল আশরাফের হাতে তুলে দেন ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল বিতিয়ন। এসময় সেখানে দুই দেশের বন্দর ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপহার সরেজমিনে দেখতে সকাল থেকে সীমান্তে ভিড় জমায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা।
জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহন করে ট্যাংকার ও হাউটজার গান দিয়ে আর্টিলারি সার্পোট দিয়েছিলো। উপহারের ট্যাংক ও মাউন্টেন হাউডজার গান ভারতের পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশি ট্রাকে উঠিয়ে বেনাপোল বন্দরে আনা হয়। পরে সেনাবাহিনীর তত্বাবধানে লালনশাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে নেওয়া হবে ঢাকায়। ট্যাংকটি জাতীয় যাদু ঘরে এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে সংরক্ষন করা হবে।
বেনাপোল বন্দরেরর উপ পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, বাংলাদেশ সেনাবাহিনীর যাতে দ্রুত সময়ের মধ্যে ভারতের দেওয়া উপহার গ্রহন করতে পারে তার জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগীতা করেছে।
বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক ও মাউন্টেন হাউটজার গান উপহার দিল ভারত

