কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ কোটচাঁদপুরে সম্প্রতি সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী অংশ গ্রহন করেন। যার মধ্যে বাজেয়াপ্ত হয়েছে ১৯ প্রার্থীর জামানত।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহেদ মুরাদ জানান, নিয়মানুযায়ী মোট পোল হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ নির্বাচনে অংশ গ্রহন করা প্রার্থীকে পেতে হবে। এর কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে ঘোষনা করা হবে।
তিনি বলেন,নির্বাচনে ৫ টি ইউনিয়ন থেকে ৩৫ জন প্রার্থী অংশ গ্রহন করেছিলেন। যার মধ্যে ১৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থীরা হলেন,উপজেলার সাবদারপুর ইউনিয়নের মফিজুল ইসলাম। যার প্রতিক ছিল হাত পাখা। প্রাপ্ত ভোট ৩৬১ টি। হিরন খান, তিনি লড়াই করেছিলেন মোটরসাইকেল প্রতিক নিয়ে। ভোট পেয়েছিলেন ৬৫৫ টি। জামানত বাঁচাতে ভোট প্রয়োজন র্ছিল ১৮২৮টি।
দুই নম্বর দোড়া ইউনিয়ন। এ ইউনিয়নে মোট প্রার্থী ছিল ৮ জন। যার মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে রয়েছেন জাকির হোসেন মিঠু। প্রাপ্ত ভোট ছিল ২০৮ টি। আশরাফুল আলম পেয়েছেন ১১৯১,আব্দুল লতিফ ৬৫ ভোট,কাবিল হোসেন ১৭১২ ভোট এবং ফারুক হোসেন পেয়েছেন ২৩৭ ভোট। ওই ইউনিয়নে মোট ভোট পোল হয়েছিল ১৩ হাজার,৯শ৬৯টি। জামানত ফেরত পেতে প্রার্থীকে পেতে হতো ১৭৪৬ ভোট।
উপজেলার তিন নম্বর ইউনিয়ন কুশনা। এ ইউনিয়নে ৯ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থীরা হলেন,আতিয়ার রহমান (১৯১২),আমিরুল ইসলাম (১৯৫২), আসাদুল ইসলাম (১১৭),রওশন আলী (৮৩০) ও রবিউল ইসলাম (৭৭)। এ ইউনিয়নে মোট ভোট পোল হয়েছিল ১৫ হাজার ৯শ ৬৪ টি। জামানত বাঁচাতে প্রার্থীকে পেতে হতো ১৯৯৫ ভোট।
চার নম্বর বলুহর ইউনিয়ন। এ ইউনিয়ন থেকে কম প্রার্থী জামানত হারিয়েছেন। মোট প্রার্থী র্ছিল ৬ জন। যার মধ্যে ২ জন জামানত হারিয়েছেন। এদের একজন আবু বক্কর (৯২)। অন্যজন রফিউদ্দিন মল্লিক (৩৭)। তিনি র্ছিলেন নৌকা প্রতিকের বিদ্রোহি প্রার্থী। নির্বাচনে প্রতিক পাওয়ার পর তিনি ঘোষনা দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন। এরপরও তিনি তাঁর চশমা প্রতিকে ৩৭ ভোট পেয়েছেন।
পাঁচ নম্বর এলাঙ্গী ইউনিয়ন। এ ইউনিয়নেও জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী। যার মধ্যে রয়েছেন আবু তালেব (১৮৭), ইসরাফিল হোসেন (২০৯),জামারুল ইসলাম (১০৯),বদরুজ্জোহা (লাবু)(৯৯৪) ও মজনুর রহমান (২৯)। ৫ টি ইউনিয়নের মধ্যে সব থেকে কম ভোটের অধিকারি মজনুর রহমান। তিনি প্রতিদ্বন্দিতা করছিলেন মটর সাইকেল প্রতিক নিয়ে। এ ইউনিয়নে মোট ভোট পোল হয়েছিল ১২ হাজার ৪ শ ২৯ টি। জামানত বাঁচাতে প্রার্থীদের প্রয়োজন ১ হাজার ৫শ ২৯ ভোট।
কোটচাঁদপুরে ১৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

