নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯’ এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার বালক বিভাগে ফাইনালে উঠেছে যশোর ও সাতক্ষীরা জেলা দল। আর বালিকা বিভাগে ফাইনালে ঝিনাইদাহ মুখোমুখ হবে নড়াইল জেলার বিরুদ্ধে। আগামী ৭ ডিসেম্বর (মঙ্গলবার) বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, বালিকা বিভাগে সেমিফাইনালে প্রথম ম্যাচে নড়াইল জেলা ৪৫-৮ পয়েন্টে কুষ্টিয়াকে পরাজিত করে। কুষ্টিয়া বোনাস ২ ও আউট ৬ পয়েন্টে পায় ম্যাচ থেকে। নড়াইল জেলা বোনাস ১, লোনা ৬ ও আউট ৩৮ পয়েন্ট অর্জন করে। বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে ঝিনাইদাহ জেলা ৯-৮ পয়েন্টে যশোরকে পরাজিত করে। যশোরে বোনাস ১ ও আউট ৭ পয়েন্টে পায়। ঝিনাইদাহ শুধু আউট থেকে ৯ পয়েন্টে পায়।
অন্যদিকে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা। এতে সাতক্ষীরা ৪৩-৩০ পয়েন্টে কুষ্টিয়াকে পরাজিত করে। সাতক্ষীরা বোনাস ৪, লোন ৪, আউট ৩৫ পয়েন্ট অর্জন করে। কুষ্টিয়া জেলা বোনাস ৪, লোনা ২ ও আউট থেকে ২৪ পয়েন্টে অর্জন করে।
দ্বিতীয় সেমিফাইনালে যশোর জেলা ৫২-২৬ পয়েন্টে ঝিনাইদাহ জেলাকে পরাজিত করে। যশোর বোনাস ৪, লোনা ৬, আউট ৪১ ও টেকনিক্যাল থেকে ১ পয়েন্টে পায়। ঝিনাইদাহ বোনাস ৬ ও আউট থেকে ২০ পয়েন্টে পায়।
অন্যদিকে যশোর ঈদগাহ মাঠে নকআউট ভিত্তিক বালক গ্রুপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে বালক বিভাগে খুলনার বিপক্ষে মাঠে নামে সাতক্ষীরা জেলা। ম্যাচে সাতক্ষীরা ৫২-৩০ পেয়েন্টে খুলনাকে পরাজিত করে। এই ম্যাচে সাতক্ষীরা জেলা বোনাস পায় ১১, লোনা ৪, আউট ৩৬ ও টেকনিক্যাল পয়েন্ট পেয়েছে ১টি। খুলনা জেলা বোনাস ৯ ও আউট ২১ পয়েন্ট পায়।
দিনের দ্বিতীয় ম্যাচে নড়াইল খেলতে না আসায় ওয়াক ওভাব পান কুষ্টিয়া জেলা। তৃতীয় ম্যাচে ঝিনাইদাহ ৩২-২৮ পয়েন্টে চুয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে। বোনাস পয়েন্ট পান ঝিনাইদাহ ৮, লোনা ৪, আউট ২২ পয়েন্টে। চুয়াডাঙ্গা জেলা বোনাস ৪, লোনা ২, টেকনিক্যাল ১ ও আউট ২১ পয়েন্ট।
দিনের চতুর্থ ম্যাচে যশোর জেলা বালক দল ৩০-১৬ পয়েন্টে মেহেরপুরকে হারায়। যশোরে বোনাস ৬, লোনা ৪, আউট ২২ পয়েন্ট পায়। মেহেরপুর বোনাস ৪, আউট ১২ পয়েন্ট অর্জন করে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ইয়াকুব আলী, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।

