নিজস্ব প্রতিবেদক ॥ স্বাগতিক খুলনাকে হারিয়ে দারুণ সুচনা করেছে যশোর জেলা ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আতিথ্য দিতে যাওয়া যশোর ৩-০ গোলে হারিয়েছে খুলনা জেলাকে। স্বাধীনের জোড়া গোল ও রাহুলের সুচনা গোলের কল্যাণে এই সহজ জয় আলমগীর সিদ্দিকীর শিয্যদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে হোম এন্ড এওয়ে ভিত্তিক এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার খুলনা বিকেএসপি’র মাঠে নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে যশোরের আক্রমণভাগের খেলোয়াড়রা। দুই উইং দিয়েই ছিল মূলত আক্রমণের সুতিকাগার। যার কল্যাণে গোল পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। ডান প্রান্ত দিয়ে রানা লম্বা থ্রু দেন রাহুলের কাছে। তিনি বলটি নিজ নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ঢুকে পড়েন খুলনার ছোট ডি বক্সের মধ্যে। তারপর ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে। স্বাগতিক খুলনার বিপক্ষে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় যশোর।
বিরতি থেকে ফিরে খেলার ৫৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন স্বাধীন। বড় ডি বক্সের বাইরে থেকে গোলবারে শট নেন রাহুল। তার শট গোলরক্ষক প্রতিহত করেন। কিন্তু বলটি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে যাওয়ার মুহুর্তে বর্ষিয়ান খেলোয়াড় শরিফুল অত্যান্ত বুদ্ধিমত্তার সাথে ব্যাক হিল করে স্বাধীনের দিকে ঠেলে দেন। তা থেকে স্বাধীন নিজের প্রথম গোলটি দলকে উপহার দেন।
স্বাধীন নিজের দ্বিতীয় গোলটি করেন খেলার ৮৭ মিনিটে। ডান পাশের কর্ণার বরাবর বল পেয়ে তার দৃষ্টিনন্দন শটটির ঠাঁই হয় জালে। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যশোর জেলা দলের ফুটবলাররা।
আগামী ৭ ডিসেম্বর হোম এন্ড এওয়ে ভেনুতে যশোর খেলবে খুলনা জেলার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শামস্-উল হুদা স্টেডিয়ামে।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ খুলনাকে হারিয়ে বড় জয় যশোরের

