মোংলা প্রতিনিধি॥ নানা উৎসব উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মোংলা বন্দরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন বন্দর কর্তৃপক্ষ। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯ টায় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে শোভা যাত্রা বের হয় বন্দর এলাকায়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা। পরে বন্দর ভবন চত্বরে কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন চৌধুরী। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীরসহ অন্যান্য অতিথিরা থাকার কথা থাকলেও তারা ছিলেন এ অনুষ্ঠানে অনুপস্থিত। তবে বন্দর ছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারে উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্দরের উন্নয়ন অগ্রযাত্রা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন শিপ ও বার্থ অপারেটর এ্যাসোসিয়েমন’র সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সাইফ পোর্ট এর চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, ইনারবার ড্রেজিংয়ের কনসালটেন্ট আইনুল কামাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ)’র সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু ও বন্দর অফিসার্স এ্যাসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী সহ বন্দর ব্যবহারকারীদের অনেকেই।
নৌ- পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি বন্দর সঠিক ভাবে সচল রাখতে হলে প্রথমেই দরকার চ্যানেল সচল রাখা। তাই ৯০ দশকের মৃত বন্দর বর্তমান সরকারের প্রচেষ্টায় এখন কর্মজজ্ঞে পরিনত হয়েছে। বিশ্বের বাজারে মোংলা বন্দর এখন বানিজ্যিক বন্দরের সুনাম অর্জন করেছে। এখানে চ্যানেলে দুইটি ড্রেজিং প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়া মোংলা বন্দরকে আরো গতিশিল ও প্রাণবন্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এ বন্দর সচিব।
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মোংলা সমুদ্রবন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী

