ঝিকরগাছায় কেন্দ্রীয় নেতার সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আরো পড়ুন

ঝিকরগাছা পৌর প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অফিসার্স ক্লাবে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
এ সময় খাইরুল হাসান দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে তাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা সেলিম রেজা।
এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাস, সদস্য জাহিদুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, সাজ্জাদুর জামান রনি, মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত কুমার কাটু, শাহীন হোসেন, রাজন হোসেন, মোঃ রকি, ইবাদুল ইসলাম, উজ্জ্বল মেম্বার, আলমগীর হোসেন, জুয়েল আহমেদ, রকি হোসেন প্রমুখ।
পরে উপজেলা নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হককে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক খাইরুল হাসান জুয়েল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ