যশোরের বেনাপোল উপজেলার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ (WINCEREX) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (১১ জানুয়ারি) রাতে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্তে অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এই নীতির অংশ হিসেবে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সীমান্তকে নিরাপদ রাখতে বিজিবির এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।বিজিবির এই অভিযানে সীমান্ত এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

