জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল ও মহড়া

আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সোমবার সন্ধ্যা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও মহড়া পরিচালনা করেছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩০টি গাড়ির একটি বহর বের হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।গাড়িবহরটি প্রথমে পুরাতন কসবার কাজীপাড়া ও কাঁঠালতলা এলাকা পরিদর্শন করে। পরে পর্যায়ক্রমে উপশহর, মণিহার এলাকা, মুড়লি, শংকরপুর বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট এবং ধর্মতলা এলাকা প্রদক্ষিণ করে টহল দেয়।

অভিযান সংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা জানান, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে অন্তত অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় এ যৌথ অভিযান শুরু করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, ইনস্পেক্টর (অপারেশনস) মমিনুল হক, চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মামুন উর রশিদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন  কর্মকর্তা

আরো পড়ুন

সর্বশেষ