যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

আরো পড়ুন

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষ পান করে পিংকি (১৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পিংকি ফতেপুর ইউনিয়নের তরফদার নওয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।:
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পিংকির কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ক্ষোভে ও অভিমানে তিনি নিজ বাড়িতে বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
:
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালান। তবে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বিকেল ৪টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আইনি প্রক্রিয়া:
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ