নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে অন্তঃউপজেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতায় গতকালের ম্যাচে জয় পেয়েছে বাঘারপাড়া উপজেলা দল। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ২-১ গোলে শার্শা উপজেলা দলকে পরাজিত করে। বুধবার শার্শা উপজেলার বিরুদ্ধে মাঠে নামে বাঘারপাড়া উপজেলা দল। খেলার প্রথম ১০ মিনিটে গোলের দেখা পায় শার্শা উপজেলা। তাদের গোল করেন তানভীর। এর ঠিক দুই মিনিট পরে অর্থাৎ ১২ মিনিটে গোলের দেখা পায় বাঘারপাড়া উপজেলা। আতিক হোসেন সাইমুন বাঘারপাড়ার এই গোলটি করেন। খেলার ১৮ মিনিটে বাঘারপাড়ার দ্বিতীয় গোলটি করেন সাকিব আল হাসান। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘারপাড়া উপজেলা দল।
বাঘারপাড়া দলে ছিলেন মাযারুল ইসলাম মানিক, সাদিক, সাইফুল্যা, সৈকত পাল, বিল্লা হোসেন, তামিম হাসান, সোরাব আক্তার ইমন, আতিক হাসান সাইমন, সাকিব আল হাসান, হাদিউজ্জামান, মুন্না পারভেজ এবং বদলি খেলোয়াড় ছিলেন দিগন্ত, ফারহান আবিব, এরফান, সয়ন বিশ্বাস ও রকি হাসান।
অন্যদিকে শার্শার দলে ছিলেন আবু তালহা, রাজ আহম্মেদ, ইয়াসিন কবির, মিয়ারাজ মিঠু, হাসানুর রহমান, সাঈমুর রহমান, তানভীর, কাউম আলী, মাসুদ, রাতিন রেজা এবং বদলি খেলোয়াড় ছিলেন জয়, মামুন, মিকাইল হোসেন, মুরাদ, শাওন মিঠু, নাঈম হাসান ও মেহেদী হাসান অপু।
অন্তঃউপজেলা ফুটবল : বাঘারপাড়ার কাছে ২-১ গোলে হেরেছে শার্শা

