নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের ফিউচার আউট সোর্সিং লিমিটেডের দুই পরিচালকের নামে প্রতারণার অভিযোগে আদালতে আরো একটি মামলা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সাবেক সেনা কর্মকর্তা হাবিবুর রহমান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিচারক সাইফুদ্দীন হোসাইন আসামিদের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার কমরেড মৃত আলাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন আহম্মেদ ও ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম।
হাবিবুর রহমান মামলায় বলেছেন, তিনি সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ইউনিক ফোর্স প্রাইভেট লিমিটেড নামে আসামিদের একটি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান আছে। আসামিরা হাবিবুর রহমানকে ট্রেইনার হিসেবে ওই প্রতিষ্ঠানে নিয়োগ দেন। কিছুদিন পরই আসামিরা বাদীকে ওই প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে যোগদানের জন্য প্রস্তাব দেন। গত ২৮ ফেব্রুয়ারি জামানত হিসেবে আসামিদেরকে তিন লাখ টাকা দিয়ে একটি চুক্তিপত্র তৈরি করেন হাবিবুর রহমান। কিন্তু আসামিরা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করার কারণে হাবিবুর রহমান ওই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। গত ২৫ অক্টোবর হাবিবুর রহমানের টাকা ফেরৎ দিবেন বলে আসামিরা মৌখিকভাবে অঙ্গীকার করেন। কিন্তু সেদিনে আসামিরা টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন। পাশাপাশি আসামিরা ফিউচার আউট সোর্সিং নামে আরেকটি প্রতিষ্ঠান খুলেছে বলে জানায়। একই সাথে সেখানে হাবিবুর রহমানকে ফিউচার আউট সোর্সিং লিমিটেডের পরিচালক পদে রাখা হয়েছে বলে জানায়। কিন্তু এরপরও আসামিরা তার সাথে প্রতারণা করে আসছেন। ফলে এই ঘটনায় মামলা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে আসামিরা সদর উপজেলার মোবারককাঠি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের সাথে প্রতারনা করেছেন বলে র্যাব তাদের আটকের পর থানায় মামলা জেলহাজতে প্রেরণ করে।
যশোরের ফিউচার আউট সোর্সিং দুই পরিচালকের নামে প্রতারণার

