ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সীমান্তবর্তী শার্শা উপজেলা। শুক্রবার সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ‘লংমার্চ টু বর্ডার’ শীর্ষক বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের ছাত্র-জনতা
বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সরাসরি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে গিয়ে পৌঁছায়। মিছিলটি সীমান্তে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করে। এ সময় বিক্ষোভকারীরা ভারতীয় আধিপত্যবাদবিরোধী এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগানে স্লোগানে সীমান্ত এলাকা প্রকম্পিত করে তোলে
চেকপোস্ট এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান। এতে বক্তব্য রাখেন বেনাপোল পৌর ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের নেতা রেজওয়ান রহমান আকাশ এবং শার্শা উপজেলা শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বিপ্লবের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের দ্রুত বিচার না হলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাপ্তি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে উপস্থিত জনতা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
বেনাপোলে ছাত্র-জনতার ‘লংমার্চ টু বর্ডার’: হাদি হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচারের দাবি

