সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ: ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

আরো পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদসহ মোট ৯ লাখ ৫৪ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনভর ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিলজদী বিওপি (বর্ডার আউটপোস্ট) এবং বাকাল চেকপোস্ট এলাকায় এসব অভিযান চালানো হয়।
* কাকডাঙ্গা সীমান্ত: গোপন তথ্যের ভিত্তিতে এই সীমান্তে তিনটি পৃথক অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ এবং $৪ লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়।
* বাঁকাল চেকপোস্ট: এই এলাকায় বিজিবির টহল দল আরও ৪ বোতল মদ এবং $২৭ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে।
* অন্যান্য এলাকা: বৈকারী, তলুইগাছা, হিলজদী, মাদরা, কুশখালী ও পদ্মশাখরা সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে অবশিষ্ট মদ, ভারতীয় শাড়ি, ওষুধসহ মোট ৯ লাখ ৫৪ হাজার টাকার অনিবন্ধিত পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, চোরাচালানিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এই চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
জব্দকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয় জনসাধারণ বিজিবি’র এই চোরাচালানবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে তা আরও জোরদার ও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।।

আরো পড়ুন

সর্বশেষ