বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আরো পড়ুন

যশোর (বেনাপোল): বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য $১ লাখ ৪৩ হাজার৫০০টাকা
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঘিবা বর্ডার অবজার্ভেশন পোস্টের (বিওপি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে বরই বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
বিজিবি সূত্র জানায়, এসময় ভারত থেকে বস্তা মাথায় নিয়ে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তা ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে মোট ৪১ কেজি গাঁজা পাওয়া যায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী নিশ্চিত করেছেন,
> “মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।”

আরো পড়ুন

সর্বশেষ