শার্শা সীমান্তে বিজিবি’র ডবল হিট: বিপুল পরিমাণ ভারতীয় কাশির সিরাপ জব্দ

আরো পড়ুন

শনিবার: যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা-২১ ব্যাটালিয়ন। শনিবার ভোরে ব্যাটালিয়নের কায়বা এবং গোগা সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় এই সফল অভিযানগুলো চালানো হয়।
বিজিবি সূত্র নিশ্চিত করেছে, দুটি অভিযানে মোট ৫৯৭ বোতল ভারতীয় কাশির সিরাপ আটক করা হয়েছে, যা মাদক হিসেবে ব্যবহৃত হয়:
* কায়বা বিওপি: এখান থেকে উদ্ধার করা হয় ১১৭ বোতল এস্কাফ (Escaff) সিরাপ।
* গোগা বিওপি: এই এলাকা থেকে জব্দ করা হয় ৪৮০ বোতল উইনসেরেক্স (Winscarex) সিরাপ।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি আরও কঠোর করা হয়েছে। তিনি বলেন, সীমান্তকে সুরক্ষিত রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ