ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে রোববার (২৩ নভেম্বর) রাতে বিরল প্রজাতির একটি হলুদ বর্ণের সাপকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অজ্ঞাত এই হলুদ সাপ দেখে আতঙ্কে গ্রামবাসীরা সাপটিকে হত্যা করেন।
স্থানীয়রা জানান, এত গাঢ় হলুদ রঙের সাপ তারা আগে কখনো দেখেননি। সাপটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে সচেতন কিছু গ্রামবাসী ভবনগর গ্রামের প্রকৃতিপ্রেমী ও সাপ সংরক্ষণ কর্মী নাজমুল হোসেনকে খবর দেন। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটির ছবি সংগ্রহ করে সর্প বিশেষজ্ঞদের পাঠান পরিচয় নিশ্চিত করতে।
বিশেষজ্ঞরা ছবিটি দেখে জানান, সাপটি একটি আলবিনো, যা অত্যন্ত বিরল এবং অনেক ক্ষেত্রে মহাবিপন্ন শ্রেণিতে পড়তে পারে। স্বাভাবিক রঙের সাপও জেনেটিক পরিবর্তনের কারণে এমন আলবিনো রূপ ধারণ করতে পারে। পরে নাজমুল হোসেন মৃত সাপটি সংরক্ষণের উদ্যোগ নেন।
নাজমুল হোসেন জানান, সোমবার সাপটি গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, “গ্রামবাসীরা না বুঝে সাপ দেখলেই মেরে ফেলেছেন। কিন্তু অনেক সাপই বিরল ও সংরক্ষণযোগ্য। ভবিষ্যতে এমন কিছু দেখলে আমাকে বা বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

