ধর্মীয় বিভ্রান্তি এড়িয়ে ‘ধানের শীষ’-এ ভোট দিন: শার্শার কায়বায় মফিকুল হাসান তৃপ্তি

আরো পড়ুন

শার্শা, যশোর: আসন্ন দ্বাদশ (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি তাঁর নির্বাচনী প্রচারণায় আবেগ ও উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে গেছেন। রোববার তিনি শার্শা থানার ৭ নং কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধানতারা ও কোটা গ্রামে দুটি পৃথক উঠান বৈঠক ও মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন।
আবেগ ও প্রতিশ্রুতি: ‘আপনাদের ঘরের সন্তান’
স্থানীয়দের প্রতি নিজেকে ‘ঘরের সন্তান’ হিসেবে তুলে ধরে মফিকুল হাসান তৃপ্তি বলেন, তিনি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে নয়, বরং সন্তানের মতো আন্তরিক আবদার নিয়ে এসেছেন। তিনি দাবি করেন, নির্বাচিত প্রতিনিধি না হয়েও তিনি এলাকার বহু তরুণ-তরুণীর বিনা পয়সায় সরকারি-বেসরকারি চাকরির ব্যবস্থা করেছেন।
তিনি আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে শার্শা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির মতো সব অপকর্মের অবসান ঘটাবেন।
শার্শাকে জলাবদ্ধতা মুক্ত করার অঙ্গীকার
ক্ষমতা নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও মুক্তিই তাঁর লক্ষ্য জানিয়ে তৃপ্তি বলেন:
* দারিদ্র্য বিমোচন: তাঁর স্বপ্ন হলো, শার্শার মানুষ যেন তিনবেলা পেট ভরে খেতে পারে, ঘরে ঘরে চাকরি থাকে এবং মা–বোনেরা স্বাবলম্বী হয়।
* উন্নয়ন পরিকল্পনা: ধানতারা ও কোটা গ্রামসহ আশপাশের এলাকায় আধুনিক সুইচগেট নির্মাণ, খাল খনন এবং বৈজ্ঞানিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়ন করে জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তি দেওয়া হবে।
* খালকাটা কর্মসূচি: ভারত থেকে আসা অতিরিক্ত পানির আগ্রাসন রোধে বিএনপি সরকার ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
ধর্ম ব্যবহার করে ভোটের প্রচারণা নিয়ে হুঁশিয়ারি
জামায়াতসহ অন্যান্য দলের বিভ্রান্তিমূলক ধর্মীয় প্রচারণার বিষয়ে তিনি মা-বোনেদের সতর্ক করে বলেন:
> “নির্বাচনের নামে ধর্মকে ব্যবহার করে যারা আপনাদের ভয় দেখায়—তাদের কথায় বিভ্রান্ত হবেন না। ‘দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম’—এ কথা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং ধর্মের অপব্যবহার।”
>
তিনি স্পষ্ট করে দেন, ভোটের সঙ্গে জান্নাত-জাহান্নামের কোনো সম্পর্ক নেই।
গণসংযোগে উদ্দীপনা ও শেষ আবেদন
উঠান বৈঠক শেষে কোটা বাজারে লিফলেট বিতরণ করেন তৃপ্তি এবং ভোটারদের সাথে সরাসরি গণসংযোগে অংশ নেন।
আবেগভরে তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের ভাগ্য উন্নয়নের সুযোগ দিন। শার্শার মানুষের জন্য কাজ করতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনাদের সমর্থনই আমার শক্তি।”
উপস্থিত ছিলেন যারা
এ সময় উপস্থিত ছিলেন: যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইনদাদুল হক ইমদাদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, থানা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।।

আরো পড়ুন

সর্বশেষ