:জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বড় ভাই। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার (২৩ নভেম্বর, ২০২৫), সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাজারপাড়ায়। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫০)।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র ও পরিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে মৃত আতর আলীর ছেলে মিজানুর রহমান তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁর আপন ছোটভাই কামাল (৪৫) সেখানে আসেন। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজনার এক পর্যায়ে ছোট ভাই কামাল একটি চাকু নিয়ে এসে বড় ভাই মিজানুরকে একের পর এক আঘাত করতে থাকেন। এতে মিজানুর রহমানের হাত, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়।
দ্রুত পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসক যা বললেন
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত মিজানুর রহমানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এলাকায় উত্তেজনা
এদিকে, আপন ভাইয়ের উপর ছুরিকাঘাতের এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।।
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত,

