নিজস্ব প্রতিবেদক | যশোর | ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার
যশোরে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিমের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যুবদল নেতা হারুন সিকদারের নেতৃত্বে ১২–১৫ জনের একটি দল লাঠি, দা ও রামদা নিয়ে আকস্মিকভাবে বাড়িটিতে ঢুকে পড়ে। এসময় বাড়ির বাইরে আরও অনেকে অস্ত্র সহ অবস্থান করে।
পরিবারের সদস্যরা জানান, ইব্রাহিম বাড়িতে না থাকায় হামলাকারীরা ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এতে জানালার গ্লাস, আসবাবপত্র, দরজা, শো-কেস, এসি এবং ঘরের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। ইব্রাহিমের বাবা–মাকেও ধাক্কা দেওয়া হয় বলে পরিবারের দাবি।

শেখ মো. ইব্রাহিম বলেন, “ ভিন্ন রাজনৈতিক মতাদর্শ,সন্ত্রাস ও মাদকবিরোধী অবস্থানের কারণেই আমাকে টার্গেট করা হয়েছে। পূর্বপরিকল্পিতভাবেই এ হামলা ঘটানো হয়েছে।”
স্থানীয়দের বক্তব্যেও উঠে এসেছে, ইব্রাহিম দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। বিশেষ করে করোনাকালে অসহায় মানুষের সহায়তায় তার উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা তৈরিতে তিনি নিয়মিত কাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র রাজনৈতিক নেতা মন্তব্য করেন, “ইব্রাহিমের জনপ্রিয়তা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি অনেকের বিরাগভাজন হয়েছে। তার জনপ্রিয়তা হিংসার কারণ হয়ে দাঁড়াতে পারে।”
হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে

