ঝিনাইদহের মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে ইউনিয়ন দলনেতা (ইউনিয়ন কমান্ডার) বানানোর জন্য দেড় লাখ টাকা ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আনসার সদস্য শাহিন এই ঘুষ দাবির অভিযোগ এনে আনসার ভিডিপির মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, শাহিনের অসুস্থ বাবা, সাবেক দলনেতা সরফরাজ শাহ পদত্যাগ করার পর ভিডিপি সদস্যরা শাহিনকে তাঁর বাবার পদে দেখতে চেয়েছিলেন। এ বিষয়ে শাহিনের বাবা যখন কর্মকর্তা খুশি খাতুনের কাছে শাহিনকে দলনেতা করার জন্য অনুরোধ করেন, তখন কর্মকর্তা খুশি খাতুন দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করেন এবং টাকা দিলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান।
এই অভিযোগের ফলে মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

