ভারতে অব্যাহত ইলিশ রপ্তানি: বেনাপোল ও আখাউড়া দিয়ে গেল ৬৮ মেট্রিক টন ইলিশ

আরো পড়ুন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ রপ্তানি অব্যাহত আছে। বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিনে মোট ৬৮ মেট্রিক টনের বেশি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

বেনাপোল দিয়ে ৫৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি
বেনাপোল স্থলবন্দর দিয়ে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার দুই চালানে মোট ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। এর মধ্যে মঙ্গলবার প্রথম চালানে ৩৭.৪৬ মেট্রিক টন এবং বৃহস্পতিবার দ্বিতীয় চালানে ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, সরকার মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার। আগামী ৫ অক্টোবরের মধ্যে এই রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আখাউড়া দিয়েও ১২ মেট্রিক টন ইলিশ
একই সময়ে আখাউড়া স্থলবন্দর দিয়েও ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ত্রিপুরার আগরতলায় প্রবেশ করেছে। যশোরের মোহাতাব অ্যান্ড সন্স এই ইলিশ রপ্তানি করে, আর ভারতের মেসার্স পরিতোষ বিশ্বাস এটি আমদানি করে।
রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স সততা ফিশ, প্যাসিফিক সি ফুড, এমভি সি ফুড, তানিশা এন্টারপ্রাইজ, জেএস এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ, লাকি ট্রেডিং এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ। এই ইলিশগুলো ভারতের কলকাতার ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানগুলো আমদানি করছে।

আরো পড়ুন

সর্বশেষ