মনমানসিকতা ভালো হলে দেশের উন্নয়ন সম্ভব : ডিসি আজাহারুল ইসলাম

আরো পড়ুন

মণিরামপুর (যশোর): যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দেশে এখন অর্থের কোনো সংকট নেই, সংকট কেবল ভালো মনমানসিকতার। যদি সবার মনমানসিকতা ভালো থাকে, তাহলে একসাথে কাজ করলে দেশের উন্নয়ন দ্রুত সম্ভব হবে।

বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক হিসেবে আজাহারুল ইসলামের যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজাহারুল ইসলাম আরও বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ সমাজের সকল শ্রেণির মানুষকে একসাথে কাজ করতে হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ পৌরশহরের প্রধান সড়ক দ্রুত সংস্কার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানান। জেলা প্রশাসক এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি পৌরশহরের রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

আরো পড়ুন

সর্বশেষ