যশোরে ডিবি’র অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

যশোর: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি দল ঝিকরগাছা থেকে ৩২০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯৬ হাজার টাকা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিবি’র একটি চৌকস দল ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনোয়ার মল্লিকের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তারা দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
* মো. বাবলু রহমান (৪৪): তার ট্রাউজারের পকেট থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি যশোর কোতোয়ালী মডেল থানার চাচড়া চেকপোস্ট এলাকার বাসিন্দা।
* মো. তরিকুল ইসলাম (৪৪): তার প্যান্টের পকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
ডিবি যশোরের এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন এবং এএসআই আলী মিয়াসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় এসআই বাবলা দাস বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ