যশোরে সিআইডি টিমের উপর মাদক ব‍্যবসায়ীদের হামলা

আরো পড়ুন

যশোরের রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সিআইডি যশোর জোনের একটি টিম হামলার শিকার হয়েছে। এ সময় শহীদুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদকের বড় একটি চালান সংক্রান্ত গোপন সংবাদে সিআইডি যশোর জোনের একটি টিম অভিযান চালায়। কয়েকজন কর্মকর্তা ও কনস্টেবলের সমন্বয়ে গঠিত টিমটি রাজারহাট এলাকার বিভিন্ন মাদককারবারিদের ডেরায় অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা সংগঠিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পাল্টা হামলা চালায়। এতে কনস্টেবল শহীদুল ইসলাম আহত হন।

ঘটনার পর সিআইডির এক সাব-ইন্সপেক্টর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাদককারবারিদের গ্রেপ্তারে পুলিশ ও সিআইডির বেশ কয়েকটি টিম এখনো এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিআইডির ইন্সপেক্টর তুষার জানান, তিনি বর্তমানে বাইরে থাকলেও ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। সিনিয়র কর্মকর্তাদের জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরো পড়ুন

সর্বশেষ