যশোরে যৌথ অভিযান: মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ার সাথে জড়িত ব্যক্তি আটক

আরো পড়ুন

যশোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে শহরের রেলস্টেশন এলাকা থেকে শাহিন চাচড়া রাইপাড়া তুলাতলা মোড় এলাকার কিসলু কাজীর ছেলে শাহিনকে আটক করা হয়।

আটককৃত শাহিনের কাছ থেকে ২৪ পুরিয়া মাদক উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায়, শাহিন মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন।

পরে রাত আনুমানিক ৯টার দিকে আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল যশোর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ