নড়াইল কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যের মৃত্যু

আরো পড়ুন

নড়াইলের জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য ও হত্যা মামলার আসামি মো. হুমায়ুন কবির (৪৬) মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) মধ্যরাত ২টার দিকে তাকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. হুমায়ুন কবির কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কাঞ্চনপুর গ্রামের মৃত খিলাফত শেখের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, গত তিন-চারদিন ধরে তার জ্বর ও হার্টের সমস্যা দেখা দিয়েছিল। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হুমায়ুন কবিরের মৃত্যু একটি চলমান হত্যা মামলার সাথে সম্পর্কিত, যা বছরের এপ্রিল মাসে ফরিদ মোল্যা (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দায়ের করা হয়েছিল।

আরো পড়ুন

সর্বশেষ