যশোরের প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহের মৃত্যু

আরো পড়ুন

যশোরের প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আজ (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গুরুতর অসুস্থ হয়ে তিনি গত ২৭ জুলাই ঢাকার ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন এবং হার্টে তিনটি রিং স্থাপন করা হয়েছিল।

রুকুনউদ্দৌলাহ দীর্ঘ চার দশক ধরে দেশের ঐতিহ্যবাহী দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় দায়িত্ব পালন করেছেন। তার জনপ্রিয় কলাম ‘গ্রাম-গ্রামান্তরে’ পাঠকপ্রিয় ছিল। তিনি চ্যানেল আই, রেডিও টুডেতেও কাজ করেছেন এবং যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় বার্তা সম্পাদক ও পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে আইডিই পুরষ্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বজলুর রহমান স্মৃতিপদক গ্রহণ। তিনি কয়েকটি বইও প্রকাশ করেছেন, যার মধ্যে ‘গ্রাম-গ্রামান্তরে’, ‘মুক্তিযুদ্ধে যশোর’, ‘আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ’ উল্লেখযোগ্য।

আরো পড়ুন

সর্বশেষ