যশোরে পুলিশ হেফাজতে থাকা শফিকুল ইসলাম নামের একজন হাজতীকে মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে যশোর জজ আদালতের নিচতলায় বারান্দায় রেকর্ড রুমের সামনে। আটকরা হলেন, শহরতলীর শেখহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে সোহেল রানা এবং শহরের পুলিশ লাইন এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল মাজেদ।
কোর্ট পুলিশ সদস্য এটিএসআই আতিউর রহমান জানিয়েছেন, জজ কোর্টে ডিউটিতে থাকা অবস্থায় এজলাস শেষ হওয়ার পর হাজত খানে নেওয়ার সময় আসামিদ্বয় শফিকুল ইসলামকে গালিগালাজ করে এলোপাতাড়ি মারপিট করে। পুলিশ বাধা দিতে গেলে তারা কর্তব্যকাজে বাধা প্রদান করে। পরে অন্যান্য পুলিশ সদস্য এসে তাদের আটক করে।
আটক দুইজনকে শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন

