যশোরের শার্শা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মহিনুর ইসলাম (৫৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঝিকরগাছার রাজাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মহিনুর ইসলাম শার্শার গোড়পাড়া গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিনুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে তিনশ’ পিস ইয়াবা।
পুলিশ জানায়, মহিনুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ঝিকরগাছা থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে।

