যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

আরো পড়ুন

যশোর শহরের কালেক্টরেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিহাদ হোসাইন (১৮) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি উপশহর এ-ব্লকের বাসিন্দা ওয়াইদুল ইসলাম অভির ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে জিহাদ তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যান কালেক্টরেট এলাকায়। সেসময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। জিহাদ বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত ও আটকে অভিযান চালছে।

আরো পড়ুন

সর্বশেষ